0 Views· 12/10/24· Bangla music

Baba(বাবা) | GR Tanmoy | Bangla Rap Song 2019 | Official Audio


Playelabe
1 Subscribers

Baba | GR Tanmoy | Bangla Rap Song 2019 | Official Audio

Spotify : https://open.spotify.com/album..../55M0N9X7Dff2rGRvvfO

Artist: GR Tanmoy
Music Producer - GR Tanmoy
Mixing & Mastering - GR Tanmoy

follow me on facebook -
https://www.facebook.com/grtanmoyreall

facebook page -
https://www.facebook.com/GRTanmoy/

instagram -
https://www.instagram.com/gr_tanmoy/

Twitter -
https://twitter.com/grtanmoyreall


LYRICS:
ছিলাম তখন ভালো যখন হইলো আমার জন্ম
মাথায় বুদ্ধি ছিলো কম আর মস্তিষ্ক টা বন্ধ
আস্তে আস্তে হইলাম বড় বাবা চিনায় দিলো জগত
আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ
বাবার দেওয়া শিক্ষা গুলা আজো আমার চোখে ভাসে
বাবা বইলা ডাক টা আজো আমার কানে বাজে
আজ কেউ করে না শাসন আর নাইতো মনে ভয়
বাবা চইলা গেছে আমার এইডা কেমনে প্রানে সয়
ছেলের মাথা রাইখা বুকে রাত দিন বাবা বইলা ডাকতো
সারা জীবন তার বুকে পরিবার টা আগলে রাখতো
বাবা কষ্টের মাঝেও করতো ভালো থাকার অভিনয়
আর কেউ না দেখলেও বাবা আমি তোমার তন্ময়
বাবা এইটা তোমার ছেলে একদিন ছিলো তোমার কোলে
আজ তোমার স্মৃতি ভাইবা দুই চোখ ভেজায় শুধু জলে
হাজার ভিরেও শূন্যতা আর ডাকতে পারি না বাবা
আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহেশত টাই পাবা

অচীন দেশে গেছে বাবা আমার আর আসবো না ফিরা
আর কেউ দেখবো না সপ্ন এই আমারে ঘিরা
বাবার সপ্ন হয় নাই পুরন কষ্ট নিয়াই চইলা গেছে
আত্মা ছাড়া দেহো সামনে আমার বাবা অচীন দেশে
রক্তের টানে আমার চোখে আর থামতে চায়না পানি
আল্লাহ নিয়া গেছে কোনোদিনো ফিরবো না জানি
মাথায় আকাশ ভাংগা পরলো আমি হইলাম আত্তহারা
বাবা নাই জগতে তুমি কেমনে বাচমু তোমারে ছাড়া
চোখে শুখায় গেছে পানি কিন্তু মনডাও যে অবাধ্য
আল্লাহ'র দেওয়া নিয়ম কানুন আমি মানতে হইছি বাধ্য
তবু বিশ্বাস হয়না আমার স্মৃতি ঘুরে আমার পিছে
হাজার মানুষের শান্তনা আমি খুইজা পাইনা কিজে
ছোটো বেলায় আংগুল ধইরা যে শিখাইছিলো হাটা
এখন আত্মা ছারা দেহো কাফন পইরা আছে সাদা
সাদা কাফনে পেচানো বাবা শেষ বারের সেই দেখা
লাশটা দুই হাতে নামাইয়া কবর পারেই হইলাম একা।

তোমার অবাধ্য এই ছেলে শুইনা চলব তোমার কথা
তুমি চইলা গেলা ঠিকি আমায় রাইখা কেন অযথা
আমার জগত হইছে কষ্টের মাথার উপরে নাইকা হাত
তুমি ছাড়া কত কষ্টের জীবন ভাইবা কাটে রাত
বাবা কানে ধরছি আমি তোমার সাথে নিয়া চলো
আমায় রাইখা গেলা কেনো একবার এই কথা টা বলো
আজ কত গুলা দিন বাবা বইলা হয়না ডাকা
কি দরকার ছিলো আমারে তোমার থেইকা দূরে রাখা?
আত্যবিশ্বাষ তুমি বাবা তুমিই তো নাই
এখন জীবন চলার পথে প্রতিদিনই হচোট খাই
তুমি অনেক দূরে ভাইবা চোখে পানি আসলেও লুকাই
মা এর মুখে হাসি দেখতে আমি নিজেরেই তো বুঝাই
আর বাবা কি জিনিস বাবা না থাকলে যায় বুঝা
তখন ভুল শুধরানোর জন্য বাবা রে এই দিক ওইদিক খোজা।
এখন কেউ বলে না সোনা মানিক আমার বুকে আয় তো
আমারে বলবই বা কেরা আমারে বলার মানুষ নাই তো।

Show more

Up next


0 Comments